বরগুনায় ম্যাগনেটিক পিলারসহ আটক ১

প্রকাশের তারিখ: মে ২৫, ২০২১ | ৭:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার পাথরঘাটায় ‘ম্যাগনেটিক পিলার’সহ আবুল কালাম বয়াতীকে (৪০) আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টার দিকে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় পাথরঘাটা কোস্টগার্ড।

কালাম বয়াতী পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকার নূর মোহাম্মাদ বয়াতীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণজোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহারিয়ার জানান, একটি চক্র উপজেলার টাংরা এলাকায় সীমানা পিলার কেনাবেচা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ মে) দিনগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পিলারসহ কালাম বয়াতীকে আটক করা হয়। জব্দকৃত পিলারটিতে ব্রিটিশ আমলের একটি মনোগ্রাম দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি সীমানা পিলার। ধারণা করা হচ্ছে, এই পিলারটি বজ্রপাত প্রতিরোধে কাজ করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host