বরিশালে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশের তারিখ: মে ২৭, ২০২১ | ১:৪১ অপরাহ্ণ

শামীম আহমেদ :: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রিপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল দশটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হিজলা থানা ফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার ঘটনা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- সকালে শ্রিপুর গ্রামের আবুল কাসেম হাওলাদার (৫৫) ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য স্থানীয় খোকন তালুকদারের তালুকদার ব্রিকর্স উপর মাটি রাখা হয়। তার উপর দিয়ে যাবার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় ছেলে মোক্তার হোসেন হাওলাদার পিতা আবুল কাসেম হাওলাদারকে রক্ষা করতে এসে সে নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার ও ওসি তদন্তসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

এ ঘটনার পরপরই ইটভাটার পাহারাদার চার শ্রমিক সহ ভাটার মালিক খোকন তালুকদার পালিয়ে যায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host