দুমকিতে জোয়ারের তোড়ে ভেসে গেলেন বিধবা

প্রকাশের তারিখ: মে ২৭, ২০২১ | ৮:৪৪ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলার লোহালিয়া নদীর চরে হোগলাপাতা আনতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাসিনা বেগম (৫৫) নামের এক বিধবা নারীর মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মৃত হাফেজ হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম (৫৫) দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক প্রয়োজনে বাড়িসংলগ্ন নদীরকূলে হোগলাপাতা কাটতে যান। নদীতে জোয়ার এলে স্রোতের চাপে বিধবাকে ভাসিয়ে নিয়ে যায়। দুপুর গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে নদীর পাড়ে খুঁজতে গিয়ে ভাসমান লাশ দেখতে পান। পরে স্থানীয়রা তার লাশটি উদ্ধার করেন।

মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার সাংবাদিকদের জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host