বরিশালে ব্যবসায়ী নিখোঁজের দুই দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার

প্রকাশের তারিখ: মে ২৮, ২০২১ | ৫:২৪ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি ::: বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সৈয়দ কাওছার আহম্মেদ নিখোঁজ হওয়ার দুই দিন পর বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাওছার ওই পতিহার গ্রামের সৈয়দ রকিব উদ্দিনের পুত্র।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে পার্শ্ববতর্ী গৌরনদী উপজেলার বিল্লগ্রাম বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তার মুঠো ফোন বন্ধসহ নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে নির্জন এলাকায় পথচারীরা হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়।
গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ জানায়, ব্যবসায়ী কাওছারের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host