গৌরনদীতে সরকারি নির্দেশনা না মানায় গণপরিবহন ও মোটরসাইকেল চালককে জরিমানা

প্রকাশের তারিখ: মে ২৮, ২০২১ | ৬:০১ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নির্ধারিত ভাড়া সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ টি যাত্রীবাহি বাসের সুপারভাইজার ও স্বাস্থ্য বিধি না মানায় ১টি মোটরসাইকেল চালককে ২ হাজার ২০০ টাকা অর্থদন্ড র্প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের জেলার সীমান্তবতর্ী ভূরঘাটা বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় তা ফেরত প্রদান করান। মোবাইল কোর্ট পরিচালনার সময় গৌরনদী মডেল থানা এসআই মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host