বরগুনায় মোটরসাইকেল-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ: মে ২৮, ২০২১ | ৭:৪৩ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বরগুনা-বরিশাল মহাসড়কের ফুলঝুরি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

মৃত ব্যবসায়ীর নাম মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫)। তার বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে।

জানা গেছে- মোস্তাফিজুর রহমান সিএসটি ও ম্যাক্সিস টায়ারের বরিশাল বিভাগীয় ডিলার। কাজের সুবাদে পার্টির কাছে অর্ডার ও টাকা কালেকশনের জন্য প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলযোগে আমতলী থেকে বরগুনা হয়ে বেতাগী উপজেলার চান্দখালী বাজারে তিনি রওনা হন। খাঁনবাড়ী এলাকায় ফুলঝুরি ইউনিয়নের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরএফএলএ’র একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তিকে উদ্ধার করেন এবং কাভার্ট ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক ওই স্থান থেকে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম খাঁন বলেন, আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host