শুধু কিস্তি নিতে গেলে দোষ কেন ?

প্রকাশের তারিখ: জুন ৫, ২০২০ | ৯:১৬ অপরাহ্ণ

বরিশাল বাণী:
শুধু কিস্তি নিতে গেলে দোষ কেন?
১। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সেটা আবার সরকারি। কই বিদ্যুৎ বিল মওকুফের জন্য কেউ কথা বলে না।
২। গাড়ি ভাড়া বিশ্বের কোন দেশে বৃদ্ধি পেল না? শুধু বাংলাদেশে বৃদ্ধি পেল কই? সেটা নিয়ে কেউ তো কথা বলল না।
৩। মোবাইল বিল আরো বৃদ্ধি পাবে এটা নিয়ে কেউ কথা বলে না।
৪। পৌরসভা/সিটি কর্পোরেশনে পানির বিল করোনার জন্য মওকুফ হল না এটা তো কেউ বলে না।
৫। বাসা ভাড়া কয়েকজন ব্যাতীত কেউ কম নিল না এটা নিয়ে কারো মাথা ব্যাথা নাই।
৬। করোনাকালীন সময়ে গার্মেন্টস খুলে দিল মানুষ হেটে হেটে কর্মস্থলে গেল তখন তেমন কেউ কথা বলল না।
৭। ঈদের সময় বাজারে পা রাখার জায়গা ছিল না এটা কেউ লক্ষ্য করে না।

এখন আসি কিস্তির কথা

১। এনজিও সমূহ কিস্তি দুই মাস আদায় করল না
২। জুন মাসে তেমন কোন চাপ দেয় না
৩। মার্চ ২৫ তারিখ হতে জুন ৩০ তারিখ পর্যন্ত কিস্তি না দিলে অতিরিক্ত কোন প্রকার সুদ নিবে না।
৪। সর্বোপরি কিস্তি সবার কাছে চাওয়া হয় না, যে টাকা নিয়েছে শুধু তার কাছেই তো চাওয়া হয়।
৫। যখন আশে পাশের কেউ ধার দেনা দেয় না, তখন কিন্তু ঔ কিস্তিওয়ালা মানুষটা খুব সহজ শর্তে ঋণ দেয়।
যারা আজ কিস্তিওয়ালা তারাও খুব ভাল বুঝে, তারাও মানুষ, তারাও জীবনের ঝুকি নিয়ে কিস্তিটা আনতে যায় বা অফিস করে। শুধু তাদেরকে একটু ভাল ব্যবহার দেখিয়ে বলেন, তারাও কিস্তি না নিয়ে চলে আসবে। আর পারলে নিয়ত করেন আর ঋণ নিবেন না।
(বাস্তবতার প্রেক্ষিতে লিখা কারো বিপক্ষে হলে ক্ষমা প্রার্থী)

লেখক: এম হাসান নোমান
শাখা ব্যবস্থাপক, আশা ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host