বরগুনায় গাঁজা গাছসহ ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ: জুন ৪, ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে গাঁজা গাছসহ এক কারবারিকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। বৃহস্পতিবার বিকাল ৪টায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ামজুমদার গ্রামের (খোলা মাঠ সংলগ্ন) স্থানীয় বাসিন্দা মৃত গৌরঙ্গ সরকার এর ছেলে নেপাল সরকার (৫৫) এর আবাদী পানের বরজের মধ্য থেকে ১৫টি গাঁজা গাছসহ ওই পানের বরজের মালিক নেপালকে আটক করেন র‌্যাব।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভিআর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাঁজা চাষী, ব্যবসায়ী এবং সেবনকারী নেপাল সরকার (৫৫) কে ১০ সদস্যের একটি টিম চাষকৃত গাঁজা গাছসহ আটক করেন যেখানে ১৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ৮টি গাছের উচ্চতা ৮.৯ ইঞ্চি, ৩াট গাছের উচ্চতা ৭.৫ইঞ্চি, ২টি গাছের উচ্চতা ৫.২ইঞ্চি এবং অপর ২টি গাছের উচ্চতা ০৫ফুট। যার মোট ওজন ৬ কেজি ৮০০ গ্রাম।

তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে পেশায় একজন রাজমিস্ত্রী হলেও গাঁজাই তাদের প্রকৃত ব্যবসা। তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার বেতাগী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পটুয়াখালী র‌্যাব-৮ বাদী হয়ে বেতাগী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪/৩.৬.২১)।

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host