কবি মাসুম বিল্লাহ্’র- কি সেই মন্তর?

প্রকাশের তারিখ: জুন ৪, ২০২১ | ১১:৪৫ অপরাহ্ণ

কি সেই মন্তর?

—-মাসুম বিল্লাহ্ 
বর্ষা এলো ভরসা পেলো নিথর প্রকৃতি,
তন্দ্রা ভেঙে ব্যাঙের দল গাইছে সুখের গীতি ৷
হাসছে সবুজ গাছপালা ভাসছে পুঁটি মাছ,
দলবেঁধে ছুটছে দেখ দেশী পাতিহাঁস ৷
বর্ষা নামে উঠোন পানে পড়ছে চালের পানি,
হাত বাড়িয়ে ধরার কি সুখ জান কি তা তুমি?
বর্ষা নামে ধরাধামে শীতল উথাল হাওয়া,
বর্ষা আসে আষাঢ় মাসে বৃষ্টিতে হয় নাওয়া ৷
বর্ষা নামে পানি জমে হঠাত পিছলে খাওয়া,
মুখ লুকাতে দ্রুতপানে এদিক ওদিক চাওয়া৷
বর্ষা নামে ধৌত করতে শহর নগর গ্রাম,
স্নিগ্ধ সুন্দর হয়ে যায় পঙ্কিল ধরাধাম ৷
বৃষ্টি নামে দৃষ্টি জুড়ে সৃষ্টির মহা উল্লাস,
নব সাজে সাজবে আবার এই প্রাণীর আবাস ৷
বর্ষা নামে প্রভুর নামে ডুবছে সাগর নদী,
বর্ষা নামছে অনন্তকাল নামছে নিরবধি ৷
বর্ষা ঝড়ে স্বস্তিতে ভরে মানবের অন্তর,
বর্ষা কেন ঝড়ছে বলো কি সেই মন্তর?
৩১/৫/২০২১ ইং

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host