বাবুগঞ্জে মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে মৎস্য উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ: জুন ৫, ২০২১ | ৯:১৪ অপরাহ্ণ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)(২য় সংশোধীত) এর আওতায় উপজেলার বিভিন্ন প্রদর্শণীর আর-ডিদের মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৯জন চাষীকে প্রদর্শনীর উপকরণ হিসাবে চুন, ইউরিয়া, টিএসপি, সরিষার খৈল, সুমিথিয়ন, পিলেট খাবার ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম’র সভাপতিত্বে মৎস্য চাষিদের প্রদর্শনীর বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, , ক্ষেত্রসহকারী উত্তম কুমার করাতী,মেরিন ফিসারিজ সহকারী হুমায়ুন কবীর,সহ উপকারভোগীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host