দুমকি লূথার‌্যান হাসপাতালের নির্বাহী পরিচালকের অপসারনের দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ: জুন ৬, ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
লূথার‌্যান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক পিউস ছেড়াও ও তার দোসরদের অপসারন দাবীতে পটুয়াখালীর দুমকি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় লূথার‌্যান হেলথ কেয়ার হাসপাতালের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এতে  হাসপাতালের অর্ধশত কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানবন্ধনে বক্তাব্য রাখেন, সেবিকা জুতিকা মন্ডল ও নমিতা রানী শীল, ল্যাব ট্রেকনিশিয়ান জাকির হোসেন ও ফিল্ট প্রোগ্রামার অগ্রানাইজার মোসারেফ হোসেনসহ আরও অনেকে বক্তরা বলেন, পিউস ছেড়াও এ হাসপাতালে যোগদানের আগে হাসপাতালটি ভালোই চলছিলো। নির্বাহী পরিচালক পিউস ছেড়াও যোগদান করার পর থেকেই হাসপাতালটিতে দুর্নিতীতে ভরে গেছে। বিভিন্ন সময়ে হাসপাতালের সেবিকা ও আয়াসহ মহিলা কর্মচারিদের ক- প্রস্তাব দিয়ে আসছে তিনি। হাপাতালের চিকিৎসা সামগ্রী ও অর্থ আত্মসাত ছাড়াও রাত হলে তার গেস্ট হাউজে বসে মাদকের হাট। তার কথা না শুনলে তাদের চাকুরিচ্যুত করার ভয় দেখানো হয়। নির্বাহী পরিচালকের অপসারন ও এনজিও বিষয়ক ব্যুরোর ২০১২ সালের ১১ সেপ্টেম্বরের কার্যক্রম পরিদর্শন ও তদন্ত প্রতিবেদনের বাস্তবায়ন চান হাসপালের অর্ধশত কর্মচারীরা ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host