পটুয়াখালীতে ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু

প্রকাশের তারিখ: জুন ৬, ২০২১ | ৭:৪৯ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে জলিল খান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে উপজেলার পশ্চিমপাড় ডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জলিল একই এলাকার আবদুল লতিফ খানের ছেলে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুরে ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় রশি বেঁধে গাছ কাটছিলেন জলিল। এসময় গাছটি তার ওপর পড়ে। এরপর তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তিনি মারা যান।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘জলিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান’।

ডাকুয়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল বলেন, ‘কীভাবে জলিল খানের মৃত্যু হয়েছে?- সে বিষয়ে খোঁজ নিতে তার বাড়িতে স্থানীয় ইউনিয়ন মেম্বারকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে’।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host