চরফ্যাশনে গাছে ঝুঁলছিল গৃহবধূ তরুণীর লাশ

প্রকাশের তারিখ: জুন ৮, ২০২১ | ৫:৪০ অপরাহ্ণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে বিয়ের ১০ মাস না যেতেই মঙ্গলবার (৮ জুন) সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে গৃহবধূর স্বজনরা বলছেন এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

পুলিশও স্থানীয়রা জানায়, ১০ মাস আগে পার্শ্ববর্তী আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহের বেপারীর মেয়ে জেসমিন বেগমের সঙ্গে এ্যাওয়াজপুর ইউনিয়নের সামসুল হকের ছেলে আবুল কালামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হওয়ার কথাও জানান স্থানীয়রা।

জেসমিনের স্বজনদের অভিযোগ, জেসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে বিয়ের ১০ মাস না যেতে এমন মৃত্যু নিয়ে এলাকায় আলোচনা চলছে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানান স্থানীয়রা।

শশিভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ৪ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ি সকাল ৯টায় পুকুর পাড়ের একটি গাছের ডালে গৃহবধূ জেসমিন বেগমকে (১৯) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host