বেতাগীতে এক ডিএসবি সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশের তারিখ: জুন ৫, ২০২০ | ১১:৫০ অপরাহ্ণ

মোঃ রাজিব খান, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসারের পর এবার বরগুনার বেতাগীতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক এএসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের তথ্য কর্মকর্তা খান সালামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। এর ভিতরে একজন মৃত্যুবরণ করলেও ডাক্তারসহ মোট দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আক্রান্ত আছে চারজন।

এ বিষয়ে করোনাভাইরাসে আক্রান্ত ওই (ডিএসবি) সদস্য বলেন,৫ দিন আগে আমার নমুনা সংগ্রহ করা হয় । বুধবার যে রিপোর্ট টি এসেছে তার সাথে আমার নাম এবং ঠিকানার মিল থাকলেও বয়সের মিল নেই। আমাকে প্রথমে জানানো হয়েছে রিপোর্ট নেগেটিভ। পরে আবার জানতে পারি রিপোর্ট পজেটিভ। তবে বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ আছি।

রিপোর্ট এ কোন গড়মিল আছে কিনা সেটা জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তেন মং এর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host