তালতলীতে ২০ লাখ গলদা ও বাগদা রেণুপোনা জব্দ

প্রকাশের তারিখ: জুন ৯, ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ

বরগুনায় ২০ লাখ গলদা ও বাগদা রেণুপোনা জব্দ

বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলী উপজেলাধীন ফকিরহাট সংলগ্ন এলাকায় মাছের আড়তে অভিযান পরিচালনা করে ২০ লাখ গলদা ও বাগদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা।

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রেণু পাচারকারীগণ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলমের উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা সকিনার খালে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন- বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনের পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host