রাঙাবালীতে ঝড়ের তান্ডবঃ বিদ্যালয়ের ছাউনি উড়ে গেছে, নষ্ট হয়েছে অসবাবপত্র

প্রকাশের তারিখ: জুন ১০, ২০২১ | ৬:৩৬ অপরাহ্ণ

মোঃ ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালীঃ

পটুয়াখালী রাঙাবালী উপজেলা রাঙাবালী চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গত ৭জুন ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়ের একাংশের টিনের ছাউনি উড়ে ও কিছু অংশ দুমড়ে মুচড়ে যায়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা বেগম বলেন স্কুলের বেঞ্চ ও চেয়ার টেবিল বৃষ্টিতে ভিজে ভেঙ্গে নষ্ট হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব মেরামত (টিনের ছাউনি দেওয়া)করা ,অন্যথায় বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা থাকবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার তো ভালো! সাধারণ শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নাই। প্রধান শিক্ষক মোসাঃ আসমা বেগম বলেন স্কুলের বেঞ্চ ও চেয়ার টেবিল যাতে নষ্ট না হয়, তাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করবো, যাতে দ্রুত সম্ভব মেরামত করা হয়। পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রাঙাবালী উপজেলা পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করার জন্য আধুনিক ভবন দাবী এলাকাবাসীর। অত্র এলাকার অবঃপ্রাপ্ত শিক্ষক সোলায়মান হাওলাদার বলেন আমরা উন্নত শিক্ষা ব্যবস্থার যুগে অনেক পিছিয়ে আছি কারন এই স্কুলের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, বর্ষার দিনের বৃষ্টি ভেজা ও কর্দমাক্ত শরীরে আসা যাওয়া করে, তাই আমাদের স্কুলের ভবন সহ যোগাযোগ ব্যবস্থার (রাস্তা পাকা) উন্নত করার জোর দাবী করেন। স্থানীয় বাসিন্দা নাজমুল হাওলাদার বলেন আমাদের এই স্কুলের নতুন ভবন ও রাস্তা পাকা করার জন্য সংসদ সদস্য সহ উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host