মির্জাগঞ্জে খালের লীজ বাতিলের আন্দোলনকারীদের কাছে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও

প্রকাশের তারিখ: জুন ১১, ২০২১ | ১২:২৩ পূর্বাহ্ণ

মোঃগোলাম সরোয়ার মনজু: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালীতে বেগমপুর খাল পরিদর্শন করলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকি এবং উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস। অবৈধভাবে প্রবাহমান বেগমপুর খালটি ইজারা নেওয়ার প্রতিবাদে গত ৮ জুন মানববন্ধন করেন অত্র এলাকার ক এক শত সাধারন জনগন, তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল ৯ ঘটিকার সময় বেগমপুর খালটি পরিদর্শন করতে আসেন উপজেলার এই কর্তা ব্যক্তিরা। এসময় সাধারন জনগন তাদের ভোগান্তির কথা প্রশাসনের নিকট তুলে ধরেন। এলাকা বাসীর দাবী দীর্ঘদিন যাবৎ একটি মহল প্রতারণার মাধ্যমে এই খালটি ইজারা নিয়ে জবরদখল করে রেখেছে। মাছ ধরা তো দুরের কথা খালটিতে গোছল করতে গেলেও শুনতে হয় গাল মন্দ্ পরতে হয় হুমকির মুখে। তাই প্রশাসনের নিকট তারা দাবী করে বলেন অনতিবিলম্বে ইজারা বন্দ্ করে বেগমপুর খালটি জনগনের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host