আগৈলঝাড়ায় দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

প্রকাশের তারিখ: জুন ১২, ২০২১ | ৬:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বরিশালের আগৈলঝাড়ায় চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় দুই চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পালিয়েছে তাদের অপর এক সদস্য। পুলিশ দুই চোরকে জনতার হাতে আটক অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুরি মামলায় বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মোয়াজ্জেম পাইকের ব্যাটারিচালিত অটোভ্যান ও একই গ্রামের সুমন মৃধার মাহিন্দ্রর ব্যাটারি চুরি হয়। চোর চক্রের সদস্যরা শনিবার ভোর রাতে চোরাই মালামাল নিয়ে রাংতা বাজার অতিক্রমকালে রাংতা গ্রামের কালাম সরদারের ছেলে সাইফুল সরদার ভ্যানে তাদের দেখে সন্দেহ হলে তাদের থামতে বললে চোরেরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সাইফুলের ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে দুই চোর গৌরনদী থানার উত্তর বিজয়পুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে লাভলু খান (৩৫) ও কালকিনি থানার রাজারচর গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে অজিত মন্ডলকে (৩৫) গণধোলাই দিয়ে আটকে রাখে। এ সময় চোর চক্রের অপর সদস্য ভুরঘাটা এলাকার কুদ্দুস হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী থানায় খবর দিলে উপ-পরিদর্শক আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে জনতার হাতে গণধোলাইর শিকার আটক দুই চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সুমন মৃধার পিতা সেলিম মৃধা বাদী হয়ে আটক দুইজনসহ অজ্ঞাতনামাদের আসামী করে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, চুরি যাওয়া অটোভ্যান ও ব্যাটারি আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host