আমতলীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ: জুন ১২, ২০২১ | ৮:৩৮ অপরাহ্ণ

হারুন অর রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদকে কুপিয়ে হাত ও পা কেটে আহত করে হত্যা চেষ্টার মামলার আসামীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের আবদুল্লাহ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে চৌরাস্তা চত্ত¡রে পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা অংশ নেয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ নাজমুল আহসান নান্নু, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সহ- প্রচার সম্পাদক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবব ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

বক্তারা দ্রæত যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যা চেষ্টার সাথে জড়িত আমতলীর চিহ্নিত খুনি, সন্ত্রাসীসহ সকল আসামী গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। বক্তরা আরো বলেন, বিগত দিনে যারা আমতলীতে প্রকাশ্যে হত্যাকান্ড ও একাধিক সন্ত্রাসী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত ছিলো তারাই যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে।

উল্লেখ্য গত (২১ মে) রাত পৌনে ৯ টার দিকে সদর ইউনিয়নের মাইঠা গ্রামে বসে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু’পায়ের হাটু, গোড়ালি কুচি কুচি করে কেটে সেখানে ফেলে রেখে যায়। এ ঘটনায় আজ (শনিবার) রাত ১ টা ৩০ এর সময় ভিকটিম মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে তার সাথে থাকা অপর ভিকটিম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসান মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিন খানসহ এজাহার নামীয় ১৫ ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host