মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে সরকার– জমিয়ত নেতা

প্রকাশের তারিখ: জুন ১২, ২০২১ | ১০:৫৮ অপরাহ্ণ

এম লোকমান হোসেন : চরমাদ্রাজ ফাযিল মাদরাসার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলার চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান বলেছেন, মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে শেখ হাসিনা সরকার ৷ আজ শনিবার (১২জুন) সকাল ১০টায় চরমাদ্রাজ ফাযিল মাদরাসার হলরুমে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

চরমাদ্রাজ ফাযিল মাদরাসার অধ্যক্ষ নাজিমুদ্দিন হুমায়ুন সরমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার গভর্নিংবডির সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম সরমান ও চরফ্যাশন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা মূঈনুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারন সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন। যার ধারাবাহিকতায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১হজার ৮শত মাদরাসার দৃষ্টিনন্দন ভবন তৈরির কাজ প্রায় শেষ হয়েছে৷ মাদরাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠন করেছেন৷ শেখ হাসিনা সরকারের আমলেই দেশে বেশিরভাগ মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে৷ বেতনবৈষম্য নিরসন, বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রনয়ন, জনবল কাঠামো পরিবর্তনসহ নানাবিধ কর্মকান্ডে প্রশংসা অর্জন করেছে বর্তমান সরকার৷

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host