কাউখালীতে সমুদ্রগামী মৎস্য জেলে তালিকা তৈরীতে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ

প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে সমুদ্রগামী মৎস্য জেলে না থাকলেও উপজেলা মৎস্য কর্মকর্তা অর্থের বিনিমিয়ে ১৯২জনের সমুদ্রগামী মৎস্য জেলেদের তালিকায় তৈরী করেছে। উক্ত তালিকা তৈরী করতে মৎস্য কর্মকর্তা দেড় থেকে দুই হাজার টাকা উৎকোচ গ্রহন করে স্থানীয় জেলেদেরকে সমুদ্রগামী জেলে হিসেবে দেখিয়ে তালিকা তৈরী করেছে। বিষয়ে কাউখালী উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন গত ২জুন জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল মৎসজীবি সমিতির কারো সাথে কোন আলাপ আলোচনা না করে অবৈধভাবে সরকারি মৎস্যজীবীদের নামে বরাদ্দ বিজিএফ এর চাল পাইয়া দিতে অবৈধভাবে নিজের মন গড়া একটি তালিকা তৈরী করেন।
এ বিষয়ে চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ খান খোকন জানান, সমুদ্রগামী মৎসজীবীদের তালিকা কে বা কারা তৈরী করেছেন তা আমার জানা নেই। এ বিষয়ে আমাকে মৎস্য অফিস থেকে কোন কিছু জানানো হয়নি। অভিযোগ উঠেছে তালিকাটি গোপনীয়ভাবে তৈরী করে শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা জানান, তালিকাটি নিয়ে আমি সন্ধিহান তবে কোন লিখিত অভিযোগ পাইনি। তালিকাটির বিষয়ে সরজমিন তদন্ত সাপেক্ষে উপযুক্ত জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকবে, বাকিদের তালিকা থেকে বাদ দেয়া হবে। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জানান, সমুদ্রগামী মৎসজীবীদের যে তালিকাটি তৈরী হয়েছে তা ইউএনও মহোদয়ের কাছে জমা আছে। তার বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগের বিষয় জানতে চাইলে কোন মন্তব্য না করে অফিস থেকে বেড়িয়ে চলে যান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host