ত্রাণ চাই না, বাঁধ চাই: গলায় প্লেকার্ড ঝুলিয়ে সংসদে এমপি শাহজাদা

প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: এলাকার মানুষের মনের কথা সংসদে তুলে ধরতে ভিন্নরূপে দেখা গেল পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদাকে। তিনি ‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’ লিখে গলায় প্লেকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য রাখেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছেন এমপি শাহজাদা।

বিষয়টি নিয়ে এস এম শাহজাদা বলেন, আমি যখন এলাকায় যাই এলাকার মানুষ আমাকে এরকম দাবি নিয়ে হাজির হয়। আমি তো এলাকা থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমি মানুষের কথা সংসদে তুলে ধরতেই তাদের প্রতিনিধিত্ব করছি।

বুধবার (১৬ জুন) সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ নির্মাণের দাবি তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host