উজিরপুরে ইউপি সদস্য’র বিরুদ্ধে টিউবয়েল বসানোর নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২১ | ৯:৪৫ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে ইউপি সদস্য ফারুকের বিরুদ্ধে টিউবয়েল বসানোর নামে ৩ লক্ষ ৮৯ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সুত্রে জানা যায়- আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের মৃত সুনিল হাজরার ছেলে মাইকেল হাজরা(৫৫)সহ ১৩টি বাড়ীতে টিউবয়েল বসানোর কথা বলে ২০২০সালের ৫ জুলাই উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর আহম্মেদ ফারুক হাওলাদার(৫০) প্রতারনা করে ৩ লক্ষ ৮৯ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর নানা তালবাহানা শুরু করে। সর্বশেষ ১২ জুন শনিবার ফারুকের বাড়ীতে পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে টাকা ফেরৎ না দিয়ে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। কোন উপায়ন্তু না পেয়ে ভুক্তভোগী সকল পরিবারের পক্ষে মাইকেল হাজরা বাদী হয়ে ১৪ জুন অভিযুক্ত ইউপি সদস্য ফারুকের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন।

ওই প্রভাবশালী প্রতারক ইউপি সদস্যকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host