বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাতে ছিনতাইকালে চাইনিজ কুড়ালসহ তিন কিশোর গ্রেফতার

প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২১ | ১১:৩৪ অপরাহ্ণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে গভীর রাতে ছিনতাইকালে চাইনিজ কুড়ালসহ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের শেখ জামাল সেতুর টোল ঘরের সামনে জনৈক ব্যক্তির সর্বস্ব ছিনতাইয়ের চেষ্টা হচ্ছিল। কিশোর ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল দিয়ে ওই ব্যক্তির ওপর আঘাতের চেষ্টা চালায়। তাৎক্ষণিক বিষয়টি সেখানে থাকা টহল পুলিশের নজরে এলে তারা এগিয়ে আসেন। এসময় ছিনতাইকারীরা একটি মোটর সাইকেলযোগে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। গ্রেফতরকৃতরা হচ্ছে রবিউল ইসলাম মৃধা (১৯), নাঈমুল ইসলাম সিকদার (১৯) ও মাঈনুল ইসলাম শরীফ (১৮)। এদের সকলের বাসা বরগুনা জেলার আমতলী পৌর শহরে।

মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান তিন কিশোরকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত তিন কিশোরের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বাদি হয়ে এদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে একটি মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গ্রেফতারকৃত ওই তিন কিশোরের বিরুদ্ধে আমতলী শহরে বিভিন্ন দস্যুতার অভিযোগ রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host