কাজীরহাটে ধুম্রজালে ভোটাররা !

প্রকাশের তারিখ: জুন ২০, ২০২১ | ৯:২৯ পূর্বাহ্ণ

রাসেল কবির:
বরিশালের কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নে আসছে ২১ শে জুন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারন ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানাগেছে। ভাষানচর ইউনিয়ন থেকে বিছিন্ন এলাকা বাগড়ঝা ৯ নং ওয়ার্ডের ১টি ভোট কেন্দ্র। সূএে জানাগেছে, ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ঝুকিপূর্ন বলে দাবী করছেন স্থাণীয় সাধারন ভোটাররা। প্রশাসনিক জনবল যে কোন সময় ঐ ভোট কেন্দ্রে যেতে পারবেনা নদী বৈশিষ্টিত এলাকা বলে। ভাষানচর লঞ্চ ঘাট হতে ঐ ভোট কেন্দ্রে যেতে হলে ট্রলার দিয়ে প্রায় ৪০ মিনিট সময় প্রয়োজন। সাধারন ভোটাররা মনে করেন যে শান্তিপূর্ন ভোট হলে অতিরিক্ত প্রাশাসন ও বিভিন্ন ষ্টাইকিং ফোর্স মোতায়ন করা অতিব জরুরি।সরজমিনে গেলে জানাগেছে, ইউপি চেয়ারম্যান পদে ২ প্রার্থী নৌকা ও হাতপাখা প্রার্থী থাকলেও কেউ ভাবছেনা চেয়ারম্যান প্রার্থী নিয়ে। ভাষানচর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে মেম্বার প্রার্থী ও সাংরক্ষিত মহিলা মেম্বার নিয়ে ব্যাপক গুনজন চলছে। শান্তি পূর্ন নির্বাচন হলে প্রভাবশালী পদপ্রার্থীদের আশার বাণী বাতাসে উড়বে বলে অনেকেই মন্ত্যব করেন। অপর দিবে ইভিএম অথবা ব্যালোটের মাধ্যমে নির্বাচন হবে কিনা সঠিক জবাব সাধারন ভোটাররা দিতে পারছেনা ও বলে জানায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host