হিজলায় মেম্বার প্রার্থীর হাতে স্কুলশিক্ষক লাঞ্ছিত

প্রকাশের তারিখ: জুন ২০, ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্কুল পরিচালনা কমিটির সদস্য হতে না পারায় প্রকাশ্যে ওই প্রধান শিক্ষক মাহবুবুর রহমানকে লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে।
অভিযুক্ত শাহে আলম রাকিব আসন্ন ইউপি নির্বাচনে গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর ওয়ার্ডের মেম্বার প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হতে না পেরে স্থানীয় তুলাতলা মৌলভী বাজারে ওই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানকে জনসম্মুখে চর থাপ্পড় মারেন কালিকাপুর গ্রামের মেম্বার প্রার্থী শাহে আলম রাকিব।
বিষয়টি খুবই জগন্য ও স্পর্শ কাতর বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শী লোকজন। তারা বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড, জাতীয় এই মেরুদন্ড ভেঙ্গে দিয়ে ক্ষমতার অপ-ব্যবহারকারীদের সমাজ থেকে যেকোন মূল্যে রুখতে হবে।
তারা আরও জানান, একই ঘটনাকে কেন্দ্র করে শাহে আলম রাকিবের হাতে স্কুলের অন্য দাতা সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তানকেও অপদস্থ করেছে বলে জানায় তারা।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান জানান, স্কুলের পরিচালনা কমিটির সদস্য হতে না পারায় রাকিব আমাকে লোকজনের সামনে লাঞ্ছিত করেছেন। আমি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।
অভিযুক্ত শাহে আলম রাকিবের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host