পবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্সকে নিয়ে তার বোন কবি ও সাহিত্যিক দিলরুবা ইসরাতের লেখা অসাধারণ কবিতা “ভাই”।

প্রকাশের তারিখ: জুন ২০, ২০২১ | ১১:৫৬ অপরাহ্ণ

“ভাই”

দিলরুবা ইসরাত

লক্ষ কোটি তারার মাঝে একটি হলো চাঁদ । তেমনি পাঁচটি বোনের মাঝেরে তুই একটি সোনা ভাই।
তুই যে হলি সাত রাজার ধন,মানিক রতন রক্তেরই বাধন।
তোর তুলনা হয়না যে ভাই এই ভুবনের মাঝে। বাবার পড়ে আছিস যে তুই মোদের ছায়া হয়ে।তুই যে মোদের অতি আপন স্নেহেরই মায়ার বাঁধন।
তোর ছোট বেলার আদো আদো কথা গুলো আজো মনে পড়ে।
কলার মোছা দেখলে পরে বলতি হেসে আয়ে সোনা বউ।
তোর সুখেতে সুখী মোরা, তোর দুঃখেতে দুঃখী।
তোকে অনেক ভালবাসি জানিস কি ভাই তুই। বাবা যে আর নাইরে বেঁচে মোদের আছো তুই।
তুই ছাড়া যে আমরা একা ভুলে যাসনে ভাই। তোর কাছেতে মোদের কোন নেইতো চাওয়া।ভালো থাকিস তুই আমাাদের একটিমাত্র ভাই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host