কুয়াকাটা পৌরসভায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’র ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান

প্রকাশের তারিখ: জুন ২২, ২০২১ | ১:০৭ পূর্বাহ্ণ

হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধিঃ-সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’র থাবায় কুয়াকাটা বেরীবাঁেধর বাহিরে থাকা অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগত অর্থ প্রদান করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। আজ বিকাল ৩টার দিকে ৩নং ওয়ার্ডে পৌর কার্যালয় এ কর্মসূচী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে ৫০জন অসহয় ক্ষুদ্র ব্যবসায়ীরদের মাঝে নগত ১হাজার ৫শ টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফজলুল হক-আবুল হোসেন ফরাজী-মনির শরিফ-তৈয়ুবুর রহমান-মজিবুর রহমানসহ অনন্য কাউন্সিলর বৃন্দ। ভুক্তভোগী অসহায় শুটকি ব্যবসায়ী খলিল (৪৫) জানান দীর্ঘদিন ধরে সৈকতে ব্যবসা করি অনেক বন্যা আমাদের দোকানে উপর দিয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কিন্ত পৌরসভা থেকে কোন আথির্ক সহযোগিক পাইনি আমরা। আজ অল্পটাকা হলেও একদিকে দোকান ভাংগা অন্যদিকে লকডাউন চলছে খুবই খারাপ অবস্থানে বউ বাচ্ছা নিয়ে আছি মেয়র সাহেব আমাদের যে সহয়তা দিছে তাতেই আমারা মহাখুশি তবে স্থায়ী ব্যবসা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host