জেলা পরিষদে প্রবেশ সড়ক, অভ্যান্তরিন সড়ক ও সীমানা প্রাচীর সংস্কার

প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২১ | ১২:৪১ পূর্বাহ্ণ
সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জ জেলা পরিষদ ভবনে প্রবেশের প্রধান সড়ক, অভ্যান্তরিন সড়ক ও পরিষদ ভবনের সীমানা প্রাচীর নির্মান ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এর নির্দেশনায় মোট ৩৭ লক্ষ ৯৮ হাজার টাকা ব্যায়ে
জেলা পরিষদ ভবনে প্রবেশের প্রধান সড়ক, পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর মুড়াল এর চরিপার্শ্বসহ অভ্যান্তরিন সড়ক, জেলা পরিষদে আগত বিভিন্ন যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং এর স্থান নির্মান ও পরিষদ ভবনের সীমানা প্রাচীর নির্মান ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।
জেলা পরিষদের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাহিন ট্রেডাস এর তত্তাবধানে এই কাজ সম্পাদনকরা হয়।
এর আগে গত
(৩ জুন ২০২১) ইং তারিখ বৃহস্পতিবার এই নির্মান ও সংস্কার কাজের শুভউদ্বোধন করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোছাঃ কামরুন নাহার,
জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাষ্টার,
প্রধান সহকারি সেলিনা পারভিন,
উচ্চমান সহকারি
মুকুল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাহিন ট্রেডাস এর স্বত্তাধিকারী প্রোপাইটার জাহিদ হোসেন তালুকদার
সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host