চরফ্যাসন সেন্ট্রাল হসপিটালে ফ্রী রোগী দেখানোর সুযোগ

প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২১ | ৯:০০ অপরাহ্ণ

চরফ্যাশন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষগন করোনাকালীন মুহূর্তে জাতির ক্রান্তিলগ্নে পাশে থাকার অঙ্গীকারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন।
বিশেষজ্ঞ ডাক্তারগণ হলেন
(১) ডাঃ নাফিসা ইমাম,এমবিবিএস (ঢকা) বিসিএস স্বাস্থ্য,গাইনি মা ও শিশু ও মেডিসিন অভিজ্ঞ।
(২) ডাঃ আখি আক্তার, এমবিবিএস(ঢাকা) এমআরসিওজি লন্ডন (পাট-১)
(পিজিডি গাইনি এন্ড অবস)গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন।
(৩) ডাঃ মোঃ এনামুল হাসান এমবিবিএস (ঢাকা) বিসিএস স্বাস্থ্য,মেডিসিন হূদরোগ বাতজ্বর ডায়াবেটিস অভিজ্ঞ।
(৪) ডাঃ শেখ সাইফুল ইসলাম,মেডিসিন বাত ব্যাথা চর্ম যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ।

চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত জানান
শুধু করোনাকালীন সময়ের জন্য
না সব সময়ের জন্যই সেন্ট্রাল হসপিটাল সাধারণ মানুষের পাশে থাকবে।
যেকোনো সময় জরুরি সেবার জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন 01711516580

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host