আর কতো দূর্ঘটনা ঘটলে সংস্কার হবে কাজীরহাট ব্রিজের দু’প্রান্ত !

প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২১ | ১১:৪৩ অপরাহ্ণ

রাসেল কবির:

বরিশালের কাজীরহাট থানা প্রান কেন্দ্র বিন্দু স্থান ৫ টি ইউনিয়ন নিয়ে অন্তভূক্ত কাজীরহাট থানা বাজার নামে পরিচিত। কাজীরহাট বাজার সংলগ্ন খালের উপর ব্রিজ কিন্তু দু”প্রান্তে শুরু থেকেই র্দীঘ দিন যাবৎ ইট উপড়ে পড়ে ভেঙ্গে গেলেও নজরে পড়ছে না স্থাণীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের কাহারো। চলছে সমালেচনা ব্রিজের দু”প্রান্তে ঢালু এবং ভাঙ্গা প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সরজমিনে গেলে দেখা গেছে ব্রিজের ঢালু স্পেস কম এবং দু” প্রান্তেই কয়েক বছর যাবৎ এ ভাবে পড়ে আছে। ব্রিজ পাড় হলেই বাজার প্রায় ২শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অপর দিকে হাই স্কুল ও প্রাইমারী অবস্থিত। এছাড়া দৈনিক হাজারো লোকজনের পথচরন একমাএ মাধ্যম কাজীরহাট ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে সকল ধরনের ছোট বড় যানবাহনের মাধ্যম কাজীরহাট বাজার এলাকা। ব্যবসায়ী মহলেরা অভিযোগ তুলেন পার্শ্ববর্তী উপজেলা মুলাদী থেকে ভ্যান, অটোরিক্স্রা, নছিমন,করিমন সহ বিভিন্ন ধরনের যানবহনে ব্যবসায়ীরা মালামাল কাজীরহাট বাজারো ভাড়া করতে গেলে অধিকাংশ চালকেরা ভাড়া আসতে রাজী হচ্ছেনা ও বলে জানাগেছে। সূএ মতে জানাযায়, পাটা ব্রিজের পরির্বতে উন্নয়ন মূলক ব্রিজ করতে গিয়ে ব্রিজ হলেও দু”প্রান্তে শুরু থেকেই রয়ে গেল করুন অবস্থা। উন্নয়নের নামে সংস্বার করা অতিব জরুরী বলে রাজনৈতিক লোকজন ভাবছেনা তবে সমালেচনায় পড়ে আছে। স্থাণীয় লোকজনদের র্দীঘ দিনের দাবী উর্দ্ভতন কর্তৃপক্ষের নিকট অতিব জরুরী সংস্কার করা বলে মনে করেন। কাজীরহাট বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হিরার সাথে কথা হলে তিনি জানায়, আমি বনিক সমিতির সভাপতি নির্বাচিত হলে ব্রিজের দূ”প্রান্তে সংস্কার করে দিব চেয়ারম্যান মহোদয় সাথে আলোচনা করে। নির্বাচিত বাজর সভাপতির ১বছর অধিক মাস পার হলেও সংস্বারের কথা ভাবছেনা। লতা আ”লীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান খাজার সাথে যোগাযোগ করলে তিনি জানায়, একবার আমি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছিলাম। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের সাথে আলাপ করলে তিনি জানায়, আমার নজরে আছে দেখি সরকারি বাজেট আসলেই সংস্কার করে দিব।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host