পটুয়াখালীতে শিবলীর আয়োজনে যৌনকর্মী,বৃদ্ধাশ্রমের অসহায়দের মাঝে ফল বিতরন

প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২১ | ৮:১৬ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ঃ
পটুয়াখালীতে মেহেদী হাসান শিবলীর আয়োজনে অস্বচ্ছল ও স্বচ্ছল যৌনকর্মী, বৃদ্ধাশ্রম, বেদেপল্লী ও ভাসমানদের নিয়ে মধুমাস উদ্যাপন করা হয়েছে। বুধবার বিকালে শহরের ফোকাস ডায়াগনেষ্টিক সেন্টারের পরিচালক মেহেদী হাসান শিবলীর উদ্যোগে এ ফল বিতরন হয়। এসময় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চাইল্ড সাইকোলজিষ্ট বিভাগের চিকিৎসক জাহান আরা,সেচ্ছাসেবীকা উপমা রহমান,আরিফ হোসেনসহ অনেকেই অংশ নেন। এসময় অসহায়দের মাঝে আম,লিচু,কলা,লটকনসহ মুখোরচক ফল বিতরন করা হয়। প্রথমে শহরের যৌনপল্লীর শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের নেতৃত্বে যৌনপল্লীর অন্তত শতাধিক অবসরে যাওয়া অস্বচ্ছল এবং স্বচ্ছল নারীদের মাঝে ফল দেয়া হয়। শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন-করোনার প্রথম ধাপ থেকেই উল্লেখিত ব্যক্তিরা পটুয়াখালীর যৌনপল্লীর অসহায়দের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ নানা ভাবে সহায়তা করে আসছে।পরে শেষ বিকালে পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন বৃদ্ধাশ্রমের অন্তত ১৫ বৃদ্ধাকে ফল দেয়া হয়। এছাড়াও একই দিনে তারা বেদে বহরের অন্তত ৫০ জনকে ফল দেয়। এসময় ভাসমান রিকশা চালকদের মাঝেও ফল বিতরন করেন তারা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host