মোবাইল কোর্টের গাড়ি দেখে পানিতে ঝাঁপ

প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২১ | ৮:৪৯ অপরাহ্ণ

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী রয়েছে। বৃহস্পতিবার (২৪শে জুন) ২৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে ১১৬টির ফলাফল পজিটিভ আসে। সনাক্তের দিক দিয়ে এ যাবতকালের ইতিহাসে জেলাটিতে এটিই সর্বোচ্চ। সেই অনুসারে আক্রান্তের হার শতকরা ৫০৭ ভাগ। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে। নতুনকরে ১জনের মৃত্যুসহ জেলাটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯২ জনে, যার মধ্যে জেলার বাইরে বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করেছেন ১০ জন।

জনসাধারণকে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে দিনরাত অভিযান পরিচালনা করছে প্রশাসন। করা হচ্ছে জরিমানা, দেওয়া হচ্ছে কারাদণ্ড। শুক্রবার (২৫শে জুন) সকালে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। অভিযানকালে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় মোট ৪টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের গাড়িটি দামুড়হুদা উপজেলার জয়রামপুর দোহা এলাকায় পৌঁছালে ৮জন ব্যক্তি পুকুরের পানিতে লাফ দিয়ে সাঁতরিয়ে পুকুর পার হয়ে অপর পাড়ে যেয়ে রক্ষা পায়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, “অনেকেই সরকারি নির্দেশনা মেনে ঘরে আছেন, অল্প কিছু লোক নির্দেশনা না মেনে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। এদের কে আইনের আওতায় আনা হচ্ছে। দোকানে বসে আড্ডা দিচ্ছিলো বেশ কয়েকজন, মোবাইল কোর্টের গাড়ি দেখে পাশের বিশাল পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছেন ৮ জন। এরপর তারা সাঁতরিয়ে ঐ পাশে চলে যায়। কয়েকজন যারা দোকানে ছিল তাদেরকে দণ্ড দেওয়া হয়। রাস্তায় আমাদের গাড়ি দেখে রাস্তা ক্লিয়ার, কিন্তু কাউকে জরিমানা করলে দেখি আশেপাশে অনেক উৎসুক মুখ”।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host