বরগুনায় ছেলে হত্যায় ঘাতক বাবার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২১ | ৯:৩৭ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি :: ছেলে সুমনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাবা আসাদুল খানের বিরুদ্ধে তালতলী থানায় হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

পুলিশ আসামী ঘাতক বাবা আসাদুল খাঁনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি মোঃ কামরুজ্জামান মিয়া।

জানা গেছে, তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের আসাদুল খাঁন তার স্ত্রী সেলিনা বেগমকে বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে মারধর করে আসছে। বুধবার বেলা ১১ টার দিকে স্বামী ও স্ত্রী ঝগড়ায় জড়িয়ে পরেন। এ সময় ছেলে সুমন বাড়ীতে ছিল না। ছেলে সুমন বাড়ীতে এসেই দেখে বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারলো অস্ত্র দিয়ে কোপাতে উদ্যত হয়। এ সময় মাকে রক্ষায় ছেলে এগিয়ে আসে। বাবার ধারালো অস্ত্রের আঘাত মা সেলিনা বেগমের শরীরে না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহুর্তের মধ্যেই ছেলে সুমন মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক বাবা আসাদুল খাঁন ও স্থানীয়রা সুমনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম আহত ছেলে সুমনকে মুত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার রাতে মা সেলিনা বেগম বাদী হয়ে বাবা আসাদুল খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, হত্যা মামলা হয়েছে। ঘাতক বাবা আসাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host