গলাচিপায় বসত ঘরে চুরি, আতঙ্কে পরিবার

প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২১ | ১২:০৪ পূর্বাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বসত ঘরে চুরি হওয়ায় আতঙ্কে পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বোয়ালিয়া গ্রামে সুরেন চন্দ্র পালের বাড়িতে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান। এতে করে পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় মনিন্দ্র চন্দ্র পাল বলেন, ‘প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ঘরের দরজা বন্ধ করে বাসায় আমরা ঘুমিয়ে পড়ি। রাতে আমাদের ঘরের উত্তর পূর্ব কোনের পিড়া খুঁড়ে ঘরে ঢুকে বিপুল পরিমান টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে দেখি আলমারি ও সিন্ধুকের তালা ভাঙ্গা। পরে দেখতে পাই ঘরের উত্তর পূর্ব কোনের পিড়া খুঁড়া এবং গর্ত করা। এ ঘটনায় মনিন্দ্র চন্দ্র পালের স্ত্রী দিপালী রানী বলেন, চুরির উদ্দেশ্যে চোর ঘরে ঢুকে আলমারি ও সিন্ধুক ভেঙ্গে আমার ভাইয়ের জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনা গ্রাম পুলিশ মো. মোশারেফ চৌকিদারকে জানানো হয়েছে। ইউপি সদস্য সাহা পন্ডিত আমাদের বাড়ি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, বিষয়টি আমি শুনেছি। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, ঘটনাটি শুনি নাই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host