বাকেরগঞ্জে চিকিৎসকের তত্বাবধানে সুস্থ হলেন কয়েকজন করোনা রোগী

প্রকাশের তারিখ: জুন ৭, ২০২০ | ৬:১৩ অপরাহ্ণ

এম সাইফুল –

বাকেরগঞ্জে চিকিৎসকের তত্বাবধান ও নির্দেশনা মেনে সুস্থ্য হলেন কয়েকজন করোনা রোগী। তারা আজ ছাড়পত্র পেয়েছেন। এতে আশার আলো দেখছেন অনেকেই। এ উপজেলায় শুরু থেকেই উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ব্যাপক তৎপর। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রন্ত হওয়া ডাঃমনিরুজ্জমান খান ইতোমধ্যে করোনা জয় করে আবার কর্মস্থলে ফিরেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পূর্ণ উদ্যোমে সেবা প্রদান করে যাচ্ছেন।

আজ বেশ কয়েকজন রোগীকে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা এবং রোগীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে সকাল ১০ঃ৩০ টার সময় তাদের হাতে করোনা রোগ মুক্তির ছাড়পত্র তুলে দেয়া হয়।
করোনা চিকিৎসার নতুন গাইড লাইন অনুসরণ করে পুনরায় স্যাম্পল নেয়া হয়নি।পুনরায় RT RCR for COVID-19 পরীক্ষা না করে শারীরিক অবস্থার উন্নতি এবং স্থিতিশীলতা অনুযায়ী বাকেরগন্জ্ঞ উপজেলার তিনজন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ্য ঘোষণা করা হয়।
হোম আইসোলেশনে থাকাকালীন সময়ে করোনা আক্রান্ত রোগীদের অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খান চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
সার্বিক বিষয় তত্বাবধান করেন বাকেরগন্জ্ঞ উপজেলা স্বাস্থ্য বিভাগের ইউএইচএফপিও ডাঃআবদুল মুনয়েম সাদ।

ডাঃমনিরুজ্জামান খানের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শে সুস্থ্য হয়ে ওঠা রোগীরা সন্তোষ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host