নেছারাবাদে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৫ জনকে জরিমানা

প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২১ | ৮:৩০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকার সোমবার (২৮ জুন) হতে ০১ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে সারাদেশে লগডাউন দিয়েছেন। সরকারি এই বিধি-নিষেধ কার্যকর করতে সারা দেশের ন্যায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসন রয়েছেন কঠোর অবস্থানে । সরকারের নতুন বিধি-নিষেধের প্রজ্ঞাপন অনুযায়ী ঔষধের দোকান, এম্বুলেন্স,রিক্সা খাবার হোটেল ব্যতিত সব ধরনের (মুদি, সবজি, মাছ, মাংসে দোকান) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে । উপজেলার মধ্যে জনগণের চলাচল রোধে সবগুলো প্রবেশ দারে পুলিশী চেকপোষ্ট বসানো হয়েছে।

চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে উপজেলার জগন্নাথকাঠি বাজারে অহেতুক ঘোরাফেরার দায়ে পাঁচ ব্যাক্তিকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। থানা পুলিশের সহায়তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই বন্দরে অভিযান চালিয়ে আবুল হাসেম, সমীরণ সিকদার, তাপস সরকার, জাহিদুল ইসলামসহ প্রত্যেককে ৫০০ টাকা করে এবং শোভন মল্লিককে ২০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. বশির গাজী বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, হ্যান্ড মাইকে কঠোর হুশিয়ারি দিয়ে সকল ব্যবসায়িদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান। ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না আসা পর্যম্ত বন্ধ রাখতে বলেন। সকলকে মাক্স পড়তে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host