বাউফলে বাইরে বের হওয়ায় ২২ জনকে জরিমানা

প্রকাশের তারিখ: জুলাই ১, ২০২১ | ৯:০১ অপরাহ্ণ

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :: পটুয়াখালীর বাউফল উপজেলায় লকডাউন অমান্য করে ঘর থেকে বের হওয়া ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ২২জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুটি ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলে। একটি আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অপরটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনচিুর রহমান বালি।

নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ভ্রাম্যমান আদালত দুইটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী কসমেটিকস, খাবারের দোকান, চা দোকানসহ যানবাহন নিয়ে ঘর থেকে বের হওয়ার অপরাধে ২২জনকে বিভিন্ন অংকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host