বরগুনায় হাসপাতালের মেঝেতে বিছানা দেওয়ায় চলে গেলেন করোনা রোগী

প্রকাশের তারিখ: জুলাই ১, ২০২১ | ৯:২৩ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :: বরগুনা হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন এক রোগী। সিট খালি না থাকায় তাকে মেঝেতে বিছানা করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে রোগী সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে চলে যান।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন আক্রান্ত ব্যক্তির পরিবার।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামের আবদুল ওহাবের ছেলে মো. ইলিয়াস (২৮) পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হন। বিকেলে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ভর্তির প্রক্রিয়া শেষে সন্ধ্যার পর তাকে করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কিন্ত হাসপাতালের সবগুলো সিটে রোগী থাকায় তাকে মেঝেতেই বিছানা করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হন ইলিয়াস। তিনি কেবিনের দাবিতে অনঢ় থাকেন। কেবিন না পেয়ে এক পর্যায়ে তিনি চিকিৎসক ও সেবিকাদের গালাগাল করতে করতে হেঁটে হাসপাতাল থেকে বের হয়ে যান।

ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নেওয়া স্থানীয় সংবাদকর্মী সাইফুল ইসলাম মিরাজ জানান, চিকিৎসক, সেবিকা ও অন্য রোগীরা মিলেও তাকে বোঝাতে ব্যর্থ হন।

তবে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি চেয়ারম্যান। নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, ‘বিষয়টি জানার পর আমি ইলিয়াসের বাবা ও পরিবারে অন্য সদস্যদের সঙ্গে কথা বলেছি। সে বর্তমানে বাড়িতে অবস্থান করছে। তাকে হোম কোয়ারেন্টিনে রাখার বিষয়টি আমি নিশ্চিত করেছি’।

হাসপাতালের ত্বত্তাবধায়ক সোহরাব উদ্দীন বলেন, রোগীকে আমরা সবাই বোঝানো চেষ্টা করেছি, কিন্ত কিছুতেই তাকে বোঝানো সম্ভব হয়নি। তার হোম কোয়ারেন্টিনের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host