আগামীকাল থেকে বরিশালের সকল খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ: জুলাই ২, ২০২১ | ৯:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়ন করতে আগামীকাল শনিবার (০৩ জুলাই) থেকে বরিশালের সকল খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এবং বিকেল ৫টার পরে ফার্মেসি ব্যতিত সকল দোকানপাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে ‘করোনা প্রতিরোধ কমিটি’র সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন বরিশালে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং আগামীকাল থেকে বরিশাল জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল ৫টার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, র‌্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধিসহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host