ভোলায় তিনদিনে জরিমানা ৩ লাখ ৯২ হাজার টাকা

প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২১ | ৯:৩৬ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :: ভোলায় স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় গত তিনদিনে ৪৩৮ জনকে ৩ লাখ ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শনিবার সকাল থেকে শহরে টহল দেয় নৌবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শহরের প্রবেশদ্বার বাংলা স্কুল মোড়, বরিশাল দালান মোড়, কালিনাথ রায়ের বাজার, বয়েজ স্কুল মোড়, ইলিশা বাস স্ট্যান্ড, নতুন বাজার, যুগীরঘোল মোড়, গাজীপুরা ডরোড, বাংলা বাজার ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়।

এছাড়া বিধিনিষেধ অমান্যকারীদের গুণতে হয়েছে জরিমানা। তৃতীয় দিন শনিবারও ৭৮ জনকে ৬০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host