ঝালকাঠিতে করোনা শনাক্ত হার ৫২ শতাংশ, মৃত্যু ৬

প্রকাশের তারিখ: জুলাই ৪, ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: গত ২৪ ঘণ্টায় শতকরা হারে ঝালকাঠিতে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় ১৬৪ জন রোগীর নমুনায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হারে ৫২ শতাংশ এবং দেশে করোনাভাইরাস শনাক্তের সর্বোচ্চ হার।

এছাড়ও গত ২৪ ঘণ্টায় জেলায় ছয়জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ঝালকাঠি সদর হাসপাতালে শনিবার ৭১ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২৯ জন, নলছিটি উপজেলায় ১৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, কাঠালিয়া উপজেলায় ১৫ জনের নমুনায় ১০ জন ও রাজাপুর উপজেলায় ৬১ জনের নমুনায় ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে ঝালকাঠি জেলার চার উপজেলার বিভিন্ন স্থান থেকে পাওয়া সূত্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এর মধ্যে রাজাপুর উপজেলায় তিনজন, ঝালকাঠি সদরে ২জন ও নলছিটি উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, হঠাৎ করেই জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা প্রশাসনের সহায়তায় লকডাউন কঠোরভাবে পালনের চেষ্টা করছি। সাধারণ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host