মঠবাড়িয়ায় গৃহস্থের সবজি ক্ষেতের জালে অজগর

প্রকাশের তারিখ: জুন ৮, ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিবুল্লাহ হাওলাদার নামে এক গৃহস্থের সবজি ক্ষেতের জালে সুন্দরবনের একটি অজগর সাপ আটক হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গ্রামের সবজি ক্ষেতের চারপাশের জালে সাপটি আটকা পড়ে। পরে স্থানীয় কয়েকজন তরুণ মিলে অজগরটি উদ্ধার করে। প্রায় ১০ ফুট লম্বা অজগরটি বর্তমানে নলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুরক্ষিত রেখেছেন তরুণরা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলী গ্রামের কৃষক মো. মহিবুল্লাহ আজ সকাল ১১টার দিকে নিজের সবজি ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় তিনি ক্ষেতের চারপাশে বেড়ার জালে অজগরটি আটকা পড়া অবস্থায় দেখেন। এ সময় তিনি সাপটি উদ্ধারের জন্য প্রতিবেশী পরিবেশ উদ্যোক্তা তরুণ নূরুল আমীন রাসেলকে খবর দেন। তিনি এসে স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করেন। গ্রামবাসী অজগরটি বাঁচিয়ে রেখে বন বিভাগের অপেক্ষা করছেন যাতে অজগরটি তার আবাসস্থলে ফিরে যেতে পারে।

মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. ফকর উদ্দিন বলেন, অজগর উদ্ধারের বিষয়টি কেউ আমাকে অবহিত করেননি। তবে অজগরটির আবাসস্থল সুন্দরবন। এ বিষয়ে সুন্দরবন শরণখোলা রেঞ্জে অবহিত করে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা উদ্যোগ নেওয়া হবে।সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, আমি বিষয়টি কেবল জানতে পারলাম। অজগরটি সুন্দরবনের প্রাণবৈচিত্র্যের অংশ। এটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, সুন্দরবন থেকে নদীতে ভেসে মাঝে মাঝে মধ্যে অজগরসহ নানা সরিসৃপ ভেসে আসে। উপকূলে খাদ্যের সন্ধানে অথবা জলোচ্ছ্বাসে ভেসে আসতে পারে। চলতি বছর সুন্দরবনের ভোলা নদীতে ভেসে বিভিন্ন সময়ে শরণখোলার এলাকায় ২৮টি অজগর এভাবে উদ্ধার হয়েছে। এসব বিপন্ন অজগর উদ্ধারের পর সুন্দরবনে আবার অবমুক্ত করে দেওয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host