ঐতিহ্যবাহী ‘গজনী দীঘি’র লাখ লাখ টাকার মাছ হরিলুট

প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২১ | ১২:৫০ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক >> বরিশাল সদর উপজেলার ০৮ নং চাঁদপুরা ইউনিয়নের মৌলভীর হাট সংলগ্ন ঐতিহ্যবাহী গজনী দিঘীতে চলছে বড়শি দিয়ে মাছ শিকারের মহাউৎসব  প্রতিদিন লাখ লাখ টাকার মাছ শিকার করে নিয়ে যাচ্ছে শিকারীরা।কিছু দিন পূর্বে উপজেলা প্রশাসন ওই দিঘীতে মাছ অবমুক্ত করেন।এবং দিঘীতে কেউ কোন প্রকার মাছ শিকার করতে পারবে না বলে আদেশ জারি করেন। কিন্তু স্থানীয় কিছু লোভী প্রকৃতির লোক প্রশাসনের অগচরে মাছ শিকার করছে। বুধবার (৭ই জুলাই)সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা গেছে প্রায় শতাধীক মাছ শিকারী বিভিন্ন এলাকা থেকে এসে বড়শি দিয়ে মাছ ধরছে। বিষটি তাৎক্ষনিক সহকারী ভুমি কমিশনার সদর নিশাত তামান্নাকে অবহিত করলে তিনি করোনার অজুহাত দিয়ে এরিয়ে যান এবং বলেন আপনারা সংবাদ প্রকাশ করেন।এদিকে স্থানীয়দের মাঝে বিষটি নিয়ে ব্যাপক ক্ষোভ সৃস্টি হয়। তারা প্রতিবেদককে বলেন পূর্বে দিঘীটি সকলের জন্য উমুক্ত থাকাই ভাল ছিল তখন সবাই কম বেশি মাছ ধরত। আর এখন মাছ ধরতে নিষেধ করে কিন্তু একটি শ্রেনী মাছ ধরছে প্রশাসনের খবর নাই।স্থানীয় একটি সুত্র জানায় সারুখালী গ্রামের জয়নদ্দিন শিকদারের পুত্র জামাল সিকদার লোক দিয়ে ভাগে মাছ শিকার করে তা স্থানীয় বাজারে বিক্রি করছে।মাছ ধরার ব্যাপারে জামালের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host