ব‌রিশালের রাস্তায় বেড়েই চলছে মানু‌ষের চলাচল

প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২১ | ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: লকডাউনের ১১তম দিনে আজ রবিবার বরিশালের রাস্তাঘাটে আবারও বেড়েছে যানবাহন এবং মানুষের চলাচল। প্রথম দিকে পুলিশের চেকপোস্টগুলোতে কড়াকড়ি থাকলেও এখন অনেকটা শিথিল। যদিও টহল অব্যাহত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর।

এদিকে গত এক সপ্তাহ ধরে বরিশালে করোনা শনাক্তের হার বেড়েই চলছে। এ সময়ে বরিশাল বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭১৫ জনের। আর জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ২২১ জন।

নগরের অপ্রয়োজনীয় বেশিরভাগ দোকানগুলোতে এক সাটার খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে, তবে পুলিশ অথবা ভ্রাম্যমাণ আদালত দেখলেই সাটার নামিয়ে দিচ্ছেন মালিক ও কর্মচারীরা।

নগরে ও মহাসড়কে রিকশা ও ব্যাটারিচালিত রিকশা, মাহিন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের আধিপত্য দেখা গেছে। কোনো না কোনো কৌশল অবলম্বন করে চেকপোস্ট অতিক্রম করে বীরদর্পে সড়কে যাত্রীবহন করছে ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো।

এছাড়া গত কয়েকদিনে ধরে নগরের সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভিড় দেখা গেছে। বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন। এদের মধ্যে কেউ কাজের সন্ধানে, কেউ বাজার করতে ও কেউ ওষুধ কিনতে হাসপাতালের উদ্দেশ্যে রাস্তায় বের হচ্ছেন।

‘লকডাউন’ কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ত‌বে মহাসড়ক ও নগরের বেশ ক‌য়েক‌টি সড়ক ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের মোড় গু‌লো‌তে সকা‌লে পু‌লি‌শের কোনো চেকপোস্ট দেখা যায়‌নি। রাস্তায় বের হওয়ার কারণে এবং স্বাস্থ্যবিধি না মানায় জেলা ও উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

এদিকে নিজে এবং অপরকে করোনা সংক্রামণ থেকে রক্ষায় লকডাউনকালীন সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। এ সময়ে বরিশাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২১ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host