পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে বসছে পশুর হাট

প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২১ | ১০:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :: চলমান কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীতে বসছে পশুর হাট। রোববার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মৌকরন বাজারে চলে বিভিন্ন ধরনের পশু বিক্রি।

স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের রোববার উপজেলার মৌকরনে পশুর হাট বসে। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পশু বিক্রির জন্য এ হাটে নিয়ে আসেন। রোববারও স্বাস্থ্যবিধি না মেনে বসা হাটে চলে বেচা-বিক্রি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বসানো হাটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাট বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।

পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার লতিফা জান্নাতি বলেন, ‘সাপ্তাহিক পশুর হাট বসার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে হাটটি বন্ধ করে দেন।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host