গলাচিপায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২১ | ৪:০৩ অপরাহ্ণ

তারিখঃ ১১ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত গৃহবধু নাজমা বেগম (৩২) হচ্ছেন আলমগীর হওলাদারের স্ত্রী। আহত নাজনীনকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের এজাহার হাওলাদারের বাড়িতে। আহত গৃহবধু নাজমা বেগমের স্বামী আলমগীর হওলাদার জানান, গত বৃহস্পতিবার বিকাল দুইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই মোস্তাফিজ হাওলাদার (২৫) আমার স্ত্রীকে ঘর থেকে চুলের মুঠি ধরে নামিয়ে এলোপাথারীভাবে পিটাতে থাকে। আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে আমার স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আহত নাজমা বেগম আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে এবং তার শরীরে মারধরের চিহ্ন আছে। এ বিষয়ে মোস্তাফিজ হাওলাদারের কাছে জানতে চাইরে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য সাহজাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০১৭২৪১৪০৩৩৭

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host