বিকাশ এজেন্টের টাকা ছিনতাইকালে যুবক আটক

প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২১ | ১২:৪৮ পূর্বাহ্ণ

জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়া বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে নামে শামীম মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। ছিনতাই কালে ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি ও তার সহযোগি বেল্লালও গুরুতর আহত হন। অভিযুক্ত শামীম মোল্লা উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে। সে চেয়ারম্যান প্রার্থী সেলিম জমাদ্দারকে হত্যাচেষ্টা মামলারও প্রধান আসামী। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভাই জাকির হোসেন দর্জি রোববার রাতে শামীম মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাবুর হাট বাজারের মোবাইল ও বিকাশ ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ ৩ লক্ষাধিক টাকা নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসামাত্র ছিনতাইকারি শামীম মোল্লা ও তার সহোযোগিরা ওই ব্যবসায়ীকে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে শামীম মোল্লাকে আটক করে গণধোলাই দেয় কিন্তু অন্যান্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ছিনতাইকারি শামীম মোল্লাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল মামলা ও চিকিৎসা সেবা দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারি শামীম মোল্লাকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host