বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এই শপথে অংশ নিতে পারেননি।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধিবিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন। কেউ শপথ ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, প্রথম দফায় গত ২১ জুন বরিশাল জেলার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের গেজেট প্রকাশিত হয় গত পহেলা জুলাই। নিয়মানুযায়ী গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে নির্বাচিতদের শপথ পড়ানো হয়। আজ ৪৯ জন চেয়ারম্যানকে জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করিয়েছেন।

অন্যদিকে, আরেকজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি বাহক মারফত জেলা প্রশাসকের কাছে সময় চেয়ে আবেদন করেছেন। গেজেট প্রকাশের এক মাসের মধ্যে সুবিধাজনক সময়ে শপথ নেবেন তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host