পটুয়াখালীতে বাস মালিক সমিতির শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২১ | ৭:১২ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলায় করেনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় পটুয়াখালীর বাস মালিক সমিতির শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন।
১৩ জুলাই বিকালে পটুয়াখালী জেলা প্রশাসনের এর আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালের সামনে প্রধান অতিথি হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করেন কাজী কানিজ সুলতানা এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অনুষ্টান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির । এ সময় উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক এ্যাড উজ্জ্বল বোষ। এ ছাড়াও অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির মিজানুর রহমান হাওলাদার, মসহবুবুর রহমান রনি মৃধা,মনিরুল ইসলাম স্বপন, মোঃ মাহবুব আলম,মোঃ আশ্রাফ মিয়া, জেলা দূর্যোগ কর্মকর্তা রনজিত কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।মানবিক সহায়তায় ছিল চাল,ডাল, আলু, তেল,লবন,চিনি,সাবান ও মাক্স ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host